আজ

  • বৃহস্পতিবার
  • ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীর সোনাগাজী তে রোকেয়া প্রাচীর নৌকার পক্ষে জোর প্রচারণা

আপডেট : অক্টোবর, ২২, ২০১৮, ৪:১৫ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার>>>সোলেয়মান মাহদী

ফেনীর সোনাগাজী জিরো পয়েন্টে ও বাজার এলাকায় সাধারণ মানুষের নজরে আনতে সহজভাবে সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো ভিডিও প্রদর্শন এবং বিভিন্ন উন্নয়নের শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলেন এবং সাধারণ মানুষের কাছে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চান বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া প্রাচী।
সোমবার (২২ অক্টোবর) ফেনীর সোনাগাজীতে হাট-বাজারে, পথে-প্রান্তরে গত দশ বছরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড যেমন- প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র স্থাপন, শিক্ষাখাতে ৫০ হাজার কোটি টাকা বাজেটে বরাদ্দ, একহাজারটি মাদ্রাসার ভবন নির্মাণে ৭শ৩৮ কোটি টাকা বরাদ্দ, বিনামূল্যে এক কোটি শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রদানসহ গৃহীত উন্নয়নগুলো গাড়িযোগে ভিডিও প্রদর্শনের মধ্য দিয়ে নৌকার প্রচারণায় নেমেছেন রোকেয়া প্রাচী।

কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক রোকেয়া প্রাচী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক বলিষ্ট নেতৃত্বে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলাদেশ ও মানচিত্র দিয়েছেন। তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম ও সৎ যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
এ সময় সাংস্কৃতিক কর্মী রাজিব সরওয়ার, নাট্যকর্মী নিতু, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

error: Content is protected !!