আজ

  • মঙ্গলবার
  • ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেনীতে ব্যবসায়ীদের সাথে ওসি আবুল কালাম আজাদের মতবিনিময় সভা

আপডেট : অক্টোবর, ২৩, ২০১৮, ১০:৩১ পূর্বাহ্ণ


অফিস ডেস্ক>>>

ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেছেন, অপরাধ দমনে রাত ১২টার পর থেকে ফেনী শহরের ঝুপরি দোকানগুলো বন্ধ থাকবে। কারণ এই দোকানগুলো থেকে অপরাধীরা পুলিশকে পাহারা দেয়। এদের দমনে পুলিশ ব্যবসায়ীদের সহযোগীতা কামনা করেন। এছাড়া সন্ত্রাসী, মাদক দমন ও ইভটিজিং রোধে রাতে অপরিচিত কোন লোককে সন্দেহ হলে পুলিশকে জানাবেন। তিনি আরো বলেন, ফেনী বাজারে অপরাধ কর্মকান্ডে দমনে সিসি ক্যামেরা আওতায় আনতে ব্যবসায়ী নেতৃবৃন্দকে আহবান জানান। পুলিশের পাশাপাশি কাজ করতে বাজারে নৈশপ্রহরী সদস্য সংখ্যা আরো বাড়ানোর জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন।
সোমবার সন্ধ্যায় ফেনী শহর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফেনী মডেল থানার নবাগত ওসি এসব কথা বলেন। সমিতি কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশাররফ হোসেন ভূঞা। বিশেষ অতিথি ছিলেন ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো: শহিদুল ইসলাম, শহর পুলিশ ফাঁডির ইনচার্জ সুজন হাওলাদার। সভায় বক্তব্য রাখেন শহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি গোলাম রসুল ভূঞা, সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ধর্ম বিষয়ক সম্পাদক লিটন সাহা, জামান রোড শাখার সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মিন্টু, কুমিল্লা বাস স্ট্যান্ড উত্তর রোড শাখা কমিটির সভাপতি আবুল কাশেম, শহীদ শহীদুল্লা কায়সার রোড কমিটির সভাপতি মো. মমিনুল হক ভূঞা, বস্ত্র হকার্স মার্কেট শাখার সাধারণ সম্পাদক বাহার উদ্দিন, ট্রাংক রোড উত্তর শাখার সাধারণ সম্পাদক আরাফাত খান, কুমিল্লা বাস স্ট্যান্ড দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন রতন, জামান রোড শাখার সভাপতি আবু সুফিয়ান, ট্রাংক রোড মাধ্যম শাখার সভাপতি আবুল হাসান প্রমুখ। এসময় শহর ব্যবসায়ী সমিতির কেন্দ্রীয় ও শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!