আজ

  • রবিবার
  • ২৬শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১১ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

গাজীপুরে দিনদুপুরে শ্রমিক লীগ নেতার দুই হাত কেটে বিচ্ছিন্ন করে হত্যা

আপডেট : অক্টোবর, ২৫, ২০১৮, ২:৪৯ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার>>> ওমর আলম
গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে দুই হাত কেটে বিচ্ছিন্ন করে শ্রমিক লীগ নেতা ফারুক হোসেনকে (২৬) হত্যা করেছে প্রতিপক্ষরা। 
বৃহস্পতিবার সকাল ১০টায় কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত ফারুক হোসেন শ্রীপুর পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি একই পৌরসভার কড়ইতলা এলাকার হাফিজুর রহমানের ছেলে। 

নিহতের চাচা শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান জানান, ফারুক কেওয়া পশ্চিম খণ্ড এলাকার গোল্ডলিফ সিগারেটের বিক্রয় প্রতিনিধির গুদামে শ্রমিকের কাজ করতেন। 

সকাল সাড়ে ৯টার দিকে কারখানার উদ্দেশে বাসা থেকে বের হন ফারুক। পরে স্থানীয় সুমন, বাবুল ও তার ৮-১০ জন সহযোগী মাওনা-বারতোপা সড়কের মসজিদ মোড়ে ফারুকের পথরোধ করে। এ সময় কয়েকজন তাকে জোর করে পিকআপে উঠিয়ে কড়ইতলা বাজারে নিয়ে জনসমুক্ষে লোহার রড, চাপাতি, দা ও ছুরি দিয়ে কুপিয়ে শরীর থেকে দুই হাত বিচ্ছিন্ন করে ফেলে। 

খবর পেয়ে স্বজনরা ফারুক হোসেনের দুই হাত পলিথিন ব্যাগে ভরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে দুজন উপপরিদর্শককে (এসআই) পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

error: Content is protected !!