
স্টাফ রিপোর্টার>>>সোলায়মান মাহদী
ফুলগাজী থানায় বৃহস্পতিবার(২৫ অক্টোবর)যোগদান করেছেন নবাগত ওসি মো.কুতুব উদ্দিন ।এর আগে তিনি চাঁদপুর জেলার মতলব (দক্ষিণ) থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে ৯৮ সালে যোগদান করেন। ২০১০ সালে জাতিসংঘ শান্তিরক্ষা রক্ষা বাহিনীতে স্বীকৃতি পদক ইউএন মেডেল লাভ করেন। তিনি কক্সবাজার জেলার বদরখালি গ্রামের বাসিন্দা। কর্মজীবনে কুমিল্লা, চট্টগ্রাম, চাঁদপুর, চট্টগ্রাম মেট্রোপলিটন (সিএমপি),ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) ও বান্দরবানে চাকুরি করেন। ব্যক্তিগত জীবনে তিনি ২ সন্তানের জনক। ফুলগাজী থানার নবাগত ওসি মো.কুতুব উদ্দিন মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধ করতে সকলের সহযোগিতা কামনা করেন।