
সালাহ্উদ্দিন মজুমদার :
ফেনী সকার ক্লাবের স্ট্রাইকার ইকবাল হোসেন ভূঞা (৩০) আর নেই।প্রতিদিনের মত বৃহস্পতিবার বিকালে শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুশীলন শেষে তিনি বাড়ী ফিরে যান ।এসময় অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যা ৭টার দিকে সদর হাসপাতালে আনা হয় । কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।
খবর পেয়ে ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান।এখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয় ।
ইকবালের আকস্মিক মৃত্যুতে সবাই হতবিহবল হয়ে পড়েন । কেউ কেউ এর পেছনে কোন রহস্য রয়েছে কী না তদন্ত করে দেখতে পুলিশের প্রতি দাবী জানান ।
ছাগলনাইয়া থানার ওসি এমএম মোরশেদ জানান, তিনি মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।
ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, রাতে পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার হাসপাতালে ইকবালের মরদেহ দেখতে আসেন । বিষয়টি নিয়ে খোজখবর নেয়া হচ্ছে।