আজ

  • শনিবার
  • ১৬ই সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১লা আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কারামুক্তির পর নিখোঁজ অনলাইন কর্মী রাজন, বিএনপির উদ্বেগ

আপডেট : অক্টোবর, ২৭, ২০১৮, ১:১৭ পূর্বাহ্ণ


স্টাফ রিপোর্টার>>> ওমর আলম

অনলাইন অ্যাক্টিভিস্ট রাজন ব্যাপারী কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর সন্ধান পাচ্ছেনা তার পরিবার।
শুক্রবার বিকালে কারাগার থেকে বের হলে র‌্যাব রাজন বেপারীকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছে  বিএনপি। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাকে অবিলম্বে জনসস্মুখে হাজির করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে জানান, রাজন ব্যাপারী একজন অনলাইন অ্যাক্টিভিস্ট। তিনি জামিনে কেরানীগঞ্জ কারাগার থেকে বের হলে র‌্যাব তাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তারা তুলে নেয়ার বিষয়টি অস্বীকার করছে। আমাদের আশঙ্কা কোনো অসৎ উদ্দেশ্যেই রাজনকে জেলগেটে পুনরায় গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাকে জনসম্মুখে হাজির করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহ্বান জানাচ্ছি।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া জবানবন্দী ‘আইন না মেনে’ বই আকারে প্রকাশ করায় গত ৮ আগস্ট গ্রেফতার করা হয় রাজন বেপারিকে। তার বিরুদ্ধে মিরপুর থানায় ছাপাখানা ও প্রকাশনা আইন ১৯৭৩-এ মামলা করা হয়। এই মামলায় জামিনে শুক্রবার মুক্তি পান রাজন বেপারী।

error: Content is protected !!