আজ

  • শনিবার
  • ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আওয়ামী লীগ সর্বোচ্চ ১৯টি সিট পাবে: কাদের সিদ্দিকী

আপডেট : নভেম্বর, ৪, ২০১৮, ১২:৪৫ পূর্বাহ্ণ


স্টাফ রিপোর্টার>>>ওমর আলম

কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান আবদুল কাদের সিদ্দিকী (বীরউত্তম) চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, আওয়ামী লীগ ২০টি সিটও পাবে না, সর্বোচ্চ ১৯টি সিট পাবে।

মোহাম্মদপুরে কাদের সিদ্দিকীর নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার বিরোধী ঐক্যফ্রন্ট গঠন করে ড. কামাল হোসেন যে জনপ্রিয়তা অর্জন করেছেন, এখন দেশের যে কোনও প্রান্তে এমনকি টুঙ্গিপাড়ায়ও প্রধানমন্ত্রীর আসনে প্রতিদ্বন্দ্বিতা করলে বিজয়ী হবেন। এটা কাদের সিদ্দিকীর চ্যালেঞ্জ।

কাদের সিদ্দিকী ঐক্যফ্রন্টে যোগ দেবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা একদিন পর জানাবো।

error: Content is protected !!