
স্টাফ রিপোর্টার>>>ওমর আলম
ঢাকার বিমানবন্দর এলাকায় দুই ক্ষমতাধর ব্যক্তির প্রাইভেটকারের মধ্যে ধাক্কার জেরে তুলকালাম কাণ্ড ঘটেছে। এপিবিএন পুলিশ জানায়, বিমান ও সেনাবাহিনীর দুই অবসরপ্রাপ্ত কর্মকর্তার প্রাইভেটকারের মধ্যে গতকাল শনিবার ধাক্কা লাগে। এর পর তারা গাড়ি থেকে নেমে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। খবর পেয়ে ছুটে আসে বিমানবন্দর এপিবিএন পুলিশের একটি দল।
অভিযুক্ত দু’জন হলেন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার জাফর উল্লাহ ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ হাসান।
এপিবিএন পুলিশ বিমানবন্দর কার্গো হাউসের সামনে তাদের ঢাকা মেট্রো ঘ ১৩-৭২৬৯ ও ঢাকা মেট্রো গ ২৮-৪৪৫৮ নম্বর প্রাইভেটকার দুটি আটক করে। এ সময় ওই দুই সাবেক কর্মকর্তার মধ্যে বহুক্ষণ কথা কাটাকাটি হয়। পরে উভয়ের পরিচয় জেনে বিমানবন্দর ট্রাফিক পুলিশ মামলা দিয়ে তাদের ছেড়ে দেয়। জাফর উল্লাহ জানান, তিনি নিজেই গাড়ি চালান। তার কাছে বিদেশের লাইসেন্স থাকলেও বাংলাদেশি লাইসেন্স নেই।