আজ

  • মঙ্গলবার
  • ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

রাজধানীতে নেতাকর্মীকে দেখতে এসে চট্টগ্রামের বিএনপি সভাপতি গ্রেফতার

আপডেট : নভেম্বর, ৭, ২০১৮, ১০:৪৪ অপরাহ্ণ


সালাহ্উদ্দিন মজুমদার>>>

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন গ্রেফতার হয়েছেন। বুধবার সন্ধ্যায় ঢাকার আদালত এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।
এ সময় ডা. শাহাদাত হোসেনের সঙ্গে ছিলেন চট্টগ্রামের যুবদল নেতা শামসুল হক। পুলিশ তাকেও গ্রেফতার করেছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৪ নভেম্বর ঢাকার মতিঝিল এলাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার হওয়া চার নেতাকর্মীকে দেখতে গিয়ে বুধবার আদালত এলাকা থেকে ডা. শাহাদাত হোসেন ও যুবদল নেতা শামসুল হক গ্রেফতার হন।
ডা. শাহাদাত হোসেনের বিরুদ্ধে অন্তত ৫০টির বেশি মামলা রয়েছে। গত ২৭ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রামে সমাবেশের পর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ ১০টি ‘গায়েবি মামলা’ দায়ের করেছে। প্রত্যেক মামলায় ডা. শাহাদাত হোসেনকে আসামি করা হয়েছে।

এদিকে বুধবার সন্ধ্যায় নগরীর আকবর শাহ এলাকার নিজ বাসার সামনে থেকে নগর বিএনপির যুববিষয়ক সম্পাদক আব্বাস রশিদকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা।

এর আগে ২২ অক্টোবর নগরীর জিইসি মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে।

error: Content is protected !!