স্টফ রিপোটার>>> সোলায়মান মাহদী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ফেনী ১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন। বৃহঃবার দিনগত রাত পৌনে ১টার দিকে ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্যটি জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ফেনী-১ আসনে মনোনয়ন চাইব। বাকীটা নেত্রীর সিদ্ধান্ত।’
এ স্ট্যাটাস দেয়ার পর দীর্ঘদিন ফেনীর মানুষের মাঝে তিনি এমপি প্রার্থী হওয়ার যে গুঞ্জন চলছিল সেটি সত্য প্রমাণ হল।
ফেনী ১ আসন, থেকে আওয়ামীলীগ এর অনেক নেতা মনোনয়ন প্রত্যাশা ছিল তবে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ফেনী ১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন এতে তারা তাদের নেতা কে স্বাগতম জানিয়েছে।
ফেনীর রাজনীতি তে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এর অনেক অবদান রয়েছে।