
সালাহ্উদ্দিন মজুমদার>>>>
ফেনী-১ আসনে মনোনয়ন সংগ্রহে ছিল ব্যতিক্রমী আয়োজন। আওয়ামী লীগের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের পক্ষে দাঁড়ালেন সব প্রার্থী।
তারা ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক নিজাম হাজারীর নেতৃত্বে মনোনয়নপত্র সংগ্রহ করেন নাসিমের জন্য। ২০১৪ সালে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী খায়রুল বাশার তপন বলেন, এত দিন আমরা যারা প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়েছিলাম আজ সবাই মিলে মনোনয়নপত্র নিলাম আলাউদ্দিন নাসিমের জন্য। তার বিপক্ষে আওয়ামী লীগের কোনো প্রার্থী এখানে নেই। এ আসনটি আওয়ামী লীগের দুর্গ বানিয়েছেন তিনি। তাকে মনোনয়ন দিলে আসনটি উপহার দিব আওয়ামী লীগ সভানেত্রীকে।