
স্টফ রিপোর্টার >>>ওমর আলম
ফেনীতে ভ্রাম্যমাণ অাদালতের অভিযানে রোববার বিকেলে তিন ফার্মেসীর বিরুদ্ধে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ রয়েছে কিছু অসাধু ব্যবসায়ী এসব ফার্মেসীতে ১২ টাকা দামের Ephidin ইনজেকশন ১২’শ টাকা মূল্যে বিক্রি করা হয়। ভ্রাম্যমাণ অাদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া।
ভ্রাম্যমাণ অাদালতের নির্বাহী হাকিম সুলতানা রাজিয়া জানায়, রোববার ফেনী সদর হাসপাতাল মোড়ে জেলা প্রশাসন কার্যালয়ের পক্ষ থেকে অভিযান চালানো হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযানকালে অধিক দামে ঔষধ বিক্রি ও অনুমোদনহীন ঔষধ বিক্রির দায়ে হীরা ফার্মেসী, মুন্সিরহাট ফার্মেসী ও বৈশাখী মডেল ফার্মেসীসহ তিনটি প্রতিষ্ঠানের প্রত্যেককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।