
স্টফ রিপোর্টার >>>তুহিন
হাসান মাহমুদঃ-ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ধোন সাহাদ্দা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের দুই সিড়ির মাঝখানে আটকা পড়া আবদুর রহমান সামির নামের ৪র্থ শ্রেনীর এক ছাত্রকে তিন ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।সে ঐ এলাকার কবির আহমদ মিয়া বাড়ির আবদুর রহিম লিটনের পূত্র।
ফেনী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার সময় শিশুটি আটকা পড়লেও তাকে সন্ধ্যা সাড়ে ৭ টার সময় জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সাড়ে ৪ টার দিকে সহপাঠীদের সাথে খেলার সময় অসাবধানতা বশত দুই সিড়ির রেলিংঙ্গের মাঝখানে আটকে যায় সহপাঠীরা বিদ্যালয়ের পাশে দোকানের লোকজনদের খবর দিলে তারা চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্হলে গিয়ে দীর্ঘ সাড়ে ৩ ঘন্টা কাটার মেশিন দিয়ে পাথরের দেয়াল কেটে নিরলস চেষ্টার পর শিশু টিকে জীবিত উদ্ধার করে ফারায় সার্ভিসের নিজস্ব এ্যাম্বুলেন্স দিয়ে ফেনী সদর হাসপাতালে প্রেরন করে
এদিকে বিষয়টি জানাজানি হলে এলাকার হাজার হাজার নারী-পুরুষ আটকে পড়া শিশুটিকে দেখতে বিদ্যালয় প্রাঙ্গণে ছুটে আসে।