আজ

  • বুধবার
  • ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে এন্টিবায়োটিক সচেতনতা সভা

আপডেট : নভেম্বর, ১৭, ২০১৮, ১১:১০ পূর্বাহ্ণ


অফিস ডেস্ক>>>>
ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান বলেছেন, ডাক্তারদের কমিশন ব্যবসা দু:খজনক। এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। সেজন্য ডাক্তারদের প্রতি মানুষের ক্ষোভ থাকবে। যেসব ডিসপেনসারি, ক্লিনিক এর লাইসেন্স সহ যথাযথ অনুমোদন নেই তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান জোরদার করা হবে। অনেক সময় সিজার অপারেশনের প্রয়োজন না থাকলেও ডাক্তাররা অর্থের কারনে সিজার করান। অনেক সময় টেস্ট (পরীক্ষা) প্রয়োজন না থাকলেও ডাক্তাররা টেস্ট দেন। অনেক গ্রাম ডাক্তার/পল্লী চিকিৎসক না জেনে ভুল ঔষধ লিখেন। এন্টিবায়োটিক ঔষধের অপব্যবহার রোধ করতে হবে। এন্টিবায়োটিক সঠিকভাবে ব্যবহার না করার কারনে পরবর্তী প্রজন্ম ঝুঁকির মধ্যে পড়বে। এ ব্যাপারে আমাদের অধিক সচেতন হতে হবে। প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রি না করতে ডিসপেনসারি দোকানীদের নির্দেশ দেন তিনি।
‘অযথা এন্টিবায়োটিক সেবন ক্ষতির কারন, বিনা প্রেসক্রিপশনে তা কিনতে বারন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবীর। সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাইফুদ্দিন মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আক্তার উননেছা শিউলী, ফেনী আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. হাবীব উল করিম, ফেনীর ঔষধ তত্বাবধায়ক সালমা সিদ্দিকা, বিএমএ সহ-সভাপতি ডা. দেলোয়ার হোসেন। সভায় বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল আলম, ডা. রুকসানা স্বপ্না, ফেনী জেলা কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিলন, ফেনী জেলা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক হারুন উর রশিদ, জেলা গ্রাম ডাক্তার সমিতির সভাপতি আবু বক্কর ছিদ্দিক, মানব কল্যান সোসাইটির সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
সভায় বক্তাগনের প্রস্তাবনার প্রেক্ষিতে জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান এন্টিবায়োটিক ঔষধের অপব্যবহার রোধে একটি মনিটরিং টিম গঠনের সিদ্ধান্ত নেন। সূএঃ দৈনিক ফেনীর সময়

error: Content is protected !!