
স্টাপ রিপোর্টার>>>সোলায়মান
মাহমুদুর রহমান মান্নার দেওয়া তালিকায় ঐক্যফ্রন্টে নিজের নাম দেখে বিস্ময় প্রকাশ করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বশর মজুমদার তপন।
তিনি বলেন, নাগরিক ঐক্য থেকে আমি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি বলে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা মোটেই ঠিক নয়। নাগরিক ঐক্যের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই, এই দলের হয়ে আমি মনোনয়নপত্রও সংগ্রহ করিনি। রাজনৈতিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার জন্যই এ ধরনের সংবাদ পরিবেশন করা হয়েছে।
বঙ্গবন্ধুর আদর্শে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত খায়রুল বশর মজুমদার তপন বলেন, ‘২০১৪ সালে ফেনী-১ আসন থেকে আমি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলাম। আসন্ন জাতীয় নির্বাচনে আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন নাসিমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি ও জমা দিয়েছি।