
সালাহ্উদ্দিন মজুমদার>>>>
ফেনী শহর জামায়াতের আমীর মুফতি মাওলানা আবদুল হান্নানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।রবিবার দুপুরে শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় ফালাহিয়া মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফেনী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই সময় পুলিশ শহরের ফালাহিয়া মাদরাসায় হানা দেয়। এসময় মাওলানা আবদুল হান্নানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে তিনি জানান।