আজ

  • বুধবার
  • ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সোনাগাজীতে সাংসদের বালু লুট করেছে নিজাম হাজারী সমর্থকরা

আপডেট : নভেম্বর, ২১, ২০১৮, ১০:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোটার>>> ফেনী-৩ আসনের সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর মুহুরী প্রজেক্টের বালু মহাল থেকে বালু লুট করেছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসি আইয়ুব নবী ফরহাদ ও ইফতেখার হোসেন।তারা ফেনী সদরের সাংসদ নিজাম হাজারীর চিহ্নিত লোক।
জানা যায়, মঙ্গলবার সন্ধায় বালু মহালে সশস্ত্র অবস্থান নেয় ওইসব সন্ত্রাসীরা। ওইসময় ৪ট্রাক বালু নিয়ে আওয়ামীলীগ নেতা রুহুলআমিন আমিনের সওদাগরহাটস্থ বালু রাখে।
হাজী রহিম উল্যাহ জানান, নিজাম হাজারির নির্দেশে তার বালু মহালে অাতঙ্ক সৃষ্টি করে নিয়মিত বালু লুট করে ওইসব সন্ত্রাসীরা। পুলিশকে বার বার বলার পরও কোন ব্যাবস্থা নেয়নি। তিনি আরও বলেন, গতরাতে বালু লুট করার সময় দুি স্কেভেটর মেশিনের ছাবি নিয়ে গেছে সোহেল ভুঞা নামের এক সন্ত্রাসি। মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই সন্ত্রাসি ট্রাক নিয়ে পালিয়ে গেছে।

error: Content is protected !!