
স্টাফ রিপোর্ট >>>মাহাদী
নিজস্ব প্রতিনিধিঃ ফেনী- ৩ (দাগনভূঞা -সোনাগাজী)আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন যুবলীগের কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, শিল্পপতি আবুল বাসার। তিনি এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোটের শরীকদল জাতীয় পার্টি (জেনারেল মাসুদ চৌধুরী)কে এ আসটি ছেড়ে দেয়ায় মনোনয়ন পাচ্ছেন না তিনি। বিগত দুটি সংসদ নির্বাচনে তিনি এ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ছিলেন। আবুল বাসারের গ্রামের বাড়ী দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামে। তিনি স্থানীয় উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের পৃষ্ঠপোষক ও আমিন উল্লাহ ইসলামীয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং বায়রা লাইফ ইন্সুরেন্সের চেয়ারম্যান। বাসারের সমর্থকরা জানান,দাগনভূঞা উপজেলা থেকে কখনো কেউ সংসদ সদস্য নির্বাচিত হয়নি। এলাকার উন্নয়নের স্বার্থে আবুল বাসারকে আগামী সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জয়ী করতে দাগনভূঞাবাসী দলমত নির্বিশেষে ঐক্ বদ্ধ হচ্ছেন।