স্টাফ রিপোর্টার>>>কামরু হাসান
ক্ষমতাসীন আওয়ামী লীগের এক ইউপি চেয়ারম্যান অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।
মঙ্গলবার (২৭ নভেম্বর) রাতে লালমনিরহাটে জেলা বিএনপির কার্যলায়ে সদর উপজেলার হারাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক এ যোগদান অনুষ্ঠানে নেতৃত্ব দেন।
অনুষ্ঠানে তিনি বিএনপির (রংপুর বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হাতে ফুলের তোড়া তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মমিনুল হক, আফজাল হোসেন, জেলা যুবদলের সভাপতি জাহেদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবু, জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
হারাটি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেন, প্রায় ১৫ বছর ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। আওয়ামী লীগের সকল পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছি। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, সারা দেশের ন্যায় লালমনিরহাটেও নিজেদের ভুল বুঝতে পেরে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করছে। উল্লেখ্য, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা রোকন উদ্দিন বাবুল মঙ্গলবার সকালে বিএনপিতে যোগ দেন।