সালাহ্উদ্দিন মজুমদার>>>
ফেনীর লালপুল এলাকার হালিমা সাদিয়া মহিলা মাদরাসায়( কওমী) জহিরুল ইসলাম শাকিব (১৭) নামের এক মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে মাদরাসা শিক্ষক করিমের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এমন অভিযোগ করছে শাকিবের পরিবার।
বিগত ৩ বছর ধরে শাকিব মাদরাসারটিতে পড়ছে।
শাকিবের পরিবার সুত্রে জানা যায় জানায়, মাদরাসা তাকে নির্যাতন চালিয়ে হত্যার পর শিক্ষক করিম নিজেই মাদরাসা থেকে শাকিবের লাশ ফেনী সদর হাসপাতালে নিয়ে আসেন এবং লাশ রেখে পালিয়ে যাওয়ার সময় শাকিবের পরিবারের লোক জন তাকে ধরে পেলে।
তাদের অভিযোগ পুলিশ এবং আত্মীয় স্বজনকে না জানিয়ে শিক্ষক কেন লাশ নিয়ে মর্গে গেলো?
ফেনীর পূর্ব উকিল পাড়ার প্রবাসী আবদুল আউয়ালের বড় ছেলে শাকিব।