
স্টাফ রিপোর্টার>>>রাসেল
নিখোঁজ হওয়ার দশ দিন পর দারুল উলুম মূঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার দাওরায়ে হাদীসের ছাত্র আলী আকবরের লাশ মিললো ব্রাক্ষনবাড়িয়ার একটি পরিত্যাক্ত ডোবায়। হাত ও পায়ের রগ কেটে এবং গলায় ছুরিকাঘাত করে তাকে নৃশংস ভাবে হত্যা করা হয়।
জানা যায় আলী আকবর হাটহাজরী মাদ্রাসার দাওরায়ে হাদীস (মাস্টার্স) এর মেধাবী ছাত্র