
স্টাফ রিপোর্টার>>>রাসেল
জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘আপনি যদি মনে করেন বিএনপি দিয়ে ভোট কেন্দ্র দখল করে ভোট কাটবেন তাহলে সে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। নির্বাচনের মাঠ ও ভোট কেন্দ্র আওয়ামী লীগের নিয়ন্ত্রনে থাকবে। সুতরাং নির্বাচনের মাঠে আওয়ামী লীগ ছাড়া অন্যকারো থাকার সুযোগ নেই।’
রোববার বেলা ১২ টার দিকে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী যৌথ বর্ধিত সভায় যোগ দিয়ে ‘বিএনপি নেতা-কর্মীদের ভোটকেন্দ্র দখলে রাখার ড. কামাল হোসেনের আহ্বানের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
সদর উপজেলার আওয়ামী লীগ এ নির্বাচনী যৌথ বর্ধিত সভার আয়োজন করে।
এসময় হানিফ ড. কামাল হোসেনকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘নির্বাচনে বাধা কখনো আওয়ামী লীগ দেয়নি। বাধা দিয়েছিল আপনার ঐক্য ফ্রন্টের দল বিএনপি। ২০১৪ সালে বিএনপি ঘোষণা দিয়ে মাঠে নেমেছিল নির্বাচন প্রতিহত করার জন্য। কিন্তু ঠেকাতে পারে নাই।’
তিনি আরও বলেন, ‘এবার কেন্দ্রে এসে আপনাদের বাধা দেয়া লাগবে না। প্রত্যেকটি কেন্দ্রে আওয়ামী লীগের নেতা-কর্মীরাই থাকবে।’
কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মাসুমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।