স্টাফ রিপোর্টার>>>সোলায়মান মাহদী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর নির্বাচনী প্রচারণায় সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে নৌকায় ভোট চাইলেন বক্তারা।
১১ ডিসেম্বর মঙ্গলবার বিকালে ফেনী সদর উপজেলার বালিগাঁওয়ের সুন্দরপুর এস আর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির ও ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমসহ অন্যান্য বক্তারা এই ভোট চান।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হাসান চৌধুরী কায়েসের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির। বিশেষ অতিথি ছিলেন ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম ও ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন।
ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জেলা যুবলীগের সাধারণ শুসেন চন্দ্র শীল ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার।