
স্টাফ রিপোর্টার>>>সোলায়মান মাহদী
জাতীয় একাদশ সংসদ নির্বাচনে ফেনী-১ নির্বাচনী এলাকায় ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি শেখ আব্দুল্লাহ আপেল মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
১৪ ডিসেম্বর বিকেলে ফুলগাজী উপজেলার মুন্সিরহাট বাজারে নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ করেছেন ।গণসংযোগ ও সমাবেশে উপস্থিত থেকে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। সমাবেশে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলার জিএমহাট ইউপি চেয়ারম্যান মজিবুল হক, আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন মজুমদার, উপজেলা যুবলীগ সভাপতি ছালেহ আহমদ মিন্টু, সাধারণ সম্পাদক একরাম পাটোয়ারীসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।