
সালাহ্উদ্দিন মজুমদার>>>>
ফেনী-৩ আসনে(দাগনভূঞা -সোনাগাজী) স্বতন্ত্র প্রার্থী,যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাসার মহাজোটের শরীকদল জাতীয় পার্টির প্রার্থী মাসুদ উদ্দিন চৌধুরীকে সমর্থন দিয়ে সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। বুধবার গণভবনে এক বৈঠকে আওয়ামীলীগ সভানেত্রীর অনুরোধে তিনি এ নির্বাচন থেকে সরে দাঁড়ান। বৈঠকে দুই প্রার্থী ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। গণভবনে বৈঠক শেষে মাসুদ চৌধুরীকে নির্বাচিত করতে দুই প্রার্থী বেশ কয়েকজন নেতাকে নিয়ে আবার বৈঠকে মিলিত হন। এদিকে আবুল বাসার সরে যাওয়ায় তার সমর্থকদের মাঝে হতাশা ও মাঠে থাকায় মাসুদ চৌধুরীর সমর্থকদের আনন্দ বিরাজ করছে।