আজ

  • মঙ্গলবার
  • ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফেনীতে অত্যাধুনিক অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার

আপডেট : ডিসেম্বর, ২৯, ২০১৮, ৪:৩৩ অপরাহ্ণ

>>সোলায়মান মাহদী

ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সভাপতি খুরশিদ আলম ও স্থানীয় পৌর কাউন্সিলরের বাসার সামনে থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব। 

শনিবার উপজেলার চরচান্দিয়া এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। 

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম জানান, আসন্ন জাতীয় নির্বাচনে নাশকতার পরিকল্পনায় দুর্বৃত্তরা অস্ত্র ও গোলাবারুদ মজুদ করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। 

এ সময় যুবদল নেতা খুরশিদ আলমের বাড়ির পাশে পরিত্যক্ত একটি ঘর থেকে ১০টি অত্যাধুনিক অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধার এসব অস্ত্রের মধ্যে ৮টি বিদেশি অস্ত্র, একটি পাইপগান, একটি শটগান ও ৩০ রাউন্ড গুলি রয়েছে।

error: Content is protected !!