
সালাহ্উদ্দিন মজুমদার>>>
ফেনী -১ আসনের বিএনপির প্রার্থী রফিকুল আলম মজনু অভিযোগ করে বলেছেন, ‘আমার আসনে পূর্ব ছাগলনাইয়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় গিয়ে দেখতে পাই প্রায় ১৪০০ ভোট কাস্টিং হয়েছে। এত অল্প সময়ে এতো বিপুল পরিমাণ ভোট গ্রহণের বিষয়টি আমার কাছে রহস্যজনক মনে হয়েছে। এই ভোটগুলো গতকাল রাতেই কাস্টিং হয়েছে। সবগুলো কেন্দ্রেই একই অবস্থা। একটি বুথে প্রতি মিনিটে তিনটি ভোট কাস্ট হচ্ছে। এটা কীভাবে সম্ভব?’
তিনি অভিযোগ করে বলেন, ‘প্রিজাইডিং অফিসারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনও উত্তর দিতে পারেননি।’
এ অভিযোগের বিষয়ে প্রিজাইডিং অফিসার দেলোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, পূর্ব ছাগলনাইয়া প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ৩৪৮২টি ভোট রয়েছে। ভোট দেওয়ার জন্য ৬টি বুথ রয়েছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ১৩৫০ ভোট কাস্টিং হয়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার