
ওমর আলম (স্টাফ রিপোর্টার )
বুধবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ফেনীর সোনাগাজী উপজেলার স্কুলশিক্ষক আহমদ উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার একদিন পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দাগনভূঞা উপজেলার মাতুভূঞা করিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। কুমিল্লার বুড়িচং উপজেলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে স্কুল যাওয়ার উদ্দেশে সোনাগাজীর চর মজলিশ পুর ইউনিনের চর লক্ষ্মীগঞ্জ গ্রামের বাড়ি থেকে বের হন আহমদ। পরে বিকেলে বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এক পর্যায়ে বুধবার দুপুরে নিখোঁজ হওয়ার ঘটনায় সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে রাত ৯টার দিকে কুমিল্লার বুড়িচং থানা থেকে তার মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (ওসি) মোয়াজ্জেম হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।