আজ

  • বৃহস্পতিবার
  • ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মালয়েশিয়া নিলাই থেকে এয়ারপোর্টগামী বাস দুর্ঘটনায় ৬ বাংলাদেশী সহ মোট ১০ জন নিহত।

আপডেট : এপ্রিল, ৮, ২০১৯, ৯:৪৭ পূর্বাহ্ণ


স্টাফ রিপোর্ট>>>সাগর হাছান
রাত ১২টার সময় মালয়েশিয়া নিলাই থেকে এয়ারপোর্টগামী বাস দুর্ঘটনায় ৬ বাংলাদেশী সহ মোট ১০ জন নিহত। নিহতের সংখ্যা বাড়তে পারে

জানা গেছে ৮ এপ্রিল রাত অানুমানিক ১২ টার দিকে নিলাই থেকে এয়ারপোর্ট গামী বাংলাদেশী কর্মী বাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে গভীর খাদে পড়ে যায়, এবং ঘটনাস্থলে ৬ জন বাংলাদেশী কর্মী নিহত হয়, অাহত হয় ৩০ জনের মত। তাদের মধ্য অাহত ১৫ জনের অাশঙ্কা গুরতর। জানাগেছে বাসে মোট ৫৬ জন কর্মী ছিলো।

ঘটনাস্থল স্থানীয় পুলিশ ঘিরে রেখেছে। এয়ারপোর্টগামী এই কর্মীগুলোর থাকার হোস্টেল ছিলো নিলাই, তারা কাজের উদ্দেশ্যে KLIA অান্তোর্জাতিক বিমান বন্দরে যাচ্ছিলো, তারা সবাই মাসকার্গোতে কর্মরত ছিলো।

আমরা মালয়েশিয়া প্রবাসীরা তাদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি জ্ঞাপন করছি। মহান অাল্লাহ তায়ালা যেন তাদের জান্নাত দ্বান করে, আমিন.

error: Content is protected !!