আজ

  • শনিবার
  • ১৬ই সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১লা আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে ফেনী পৌরসভার পরিস্কার পরিচ্চন্নতা অভিযান

আপডেট : আগস্ট, ২, ২০১৯, ১২:০১ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার>>>
ডেঙ্গু পতিরোধে পরিস্কার পরিচন্নতা অভিযান শুরু করেছে ফেনী পৌরসভা। ৩১ জুলাই বুধবার ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনের নেতৃত্বে শহরের জেল রোড, ট্রাংক রোড, রাজাঝির দিঘীর পাড়,শহীদ মিনার এলাকা,খেজুর চত্তর, ফেনী বড় বাজারের খাজা আহম্মদ সড়ক, সওদাগর পট্টি, দর্জি পট্টি, কমলা পট্টি, নিউ মার্কেট, বড় মসজিদ রোডে এ পরিস্কার পরিচ্চন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের ডিভাইডার ও বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ময়লা আবর্জনা পরিচ্চন্নতা কর্মীদের নিয়ে পরিস্কার করা হয়। একই সময় ব্যবসায়ীদেরকে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে রাখার অনুরোধ জানান। যেসব ব্যবসায়ী পৌরসভার আদেশ অমান্য করে যত্রতত্র ময়লা আবর্জনা রাখবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার,ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আয়নুল কবির শামীম, পরিচালক গোলাম ফারুক বাচ্চু, লুৎফুর রহমান খোকন হাজারী, বাহার উদ্দিন বাহার,মোহাম্মদ মাহতাব উদ্দিন মুন্না,মনির আহম্মদ, মো. আবু ইউছুপ ভূঞা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসাম্মৎ সেলিনা আক্তার, মঞ্জু রাণী দেবী, ফেরদৌস আরা বেগম, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোশাররফ হোসেন ভূঞা, সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, সহ-সভাপতি হাজী শহীদ উদ্দিন, মেডিকেল অফিসার কৃঞ্চপদ সাহা, স্যানেটারী ইন্সপেক্টর কৃঞ্চময় বণিক, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন ও বিপ্লব কুমার নাথ, কর আদায়কারী সুজিত কুমার আচার্য্য, কনজারভেন্সি ইন্সপেক্টর সারোয়ার জাহান।

error: Content is protected !!