ওমর আলম>>স্টাফ রিপোটার
ফেনীর ফুলগাজীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে ফুলগাজী থানা পুলিশ। সোমবার (৩ সেপ্টেম্বর) গভীররাতে পুলিশের টহলকারী সিএনজি অটোরিকশা উপজেলার ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের বসন্তপুর গোপালবাড়ী রাস্তার মাথা নামক স্থানে পৌঁছুলে ডাকাত দল গাছের গুড়ি ফেলে গতিরোধ করে।এসময় টহলরত পুলিশ ৩ জন ডাকাতকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।
ফুলগাজী থানা সূত্রে জানা যায় এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সড়কের নিরাপত্তায় ভাড়া করা সিএনজি যোগে রাত্রিকালীন টহলরত অবস্থায় ছিল। রাত সাড়ে তিনটায় পুলিশের টহলরত সিএনজি ফুলগাজী বাজারের দিকে যাওয়ার প্রাক্কালে ডাকাত দল গাছের গুড়ি ফেলে তাদের গতিরোধ করে। তাৎক্ষনিক সিএনজি থেকে পুলিশ বাহির হলে ডাকাতদল সড়কের পাশে খালের মধ্যে ঝাপিয়ে পড়ে। টহল পুলিশ এসময় ৩ ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলো সদর দক্ষিন কুমিল্লার মৃত ছাদেক মিয়ার ছেলে আবুল হাশেম (২৮), ফরিদগঞ্জ চাঁদপুরের আবদুল খালেকের ছেলে মোঃ মোহন (২৫), হাজীগঞ্জ থানার মোঃ আমিন মিয়ার ছেলে মোঃ ইউছুফ (২৪)
পালিয়ে যাওয়া ডাকাতরা হলো মোঃ ফয়সাল আহমেদ মুরাদ (২৬), রাজিব (৩০), সজিব (২৬)
এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, ধারালো চোরা, একটি ধামা, দুটি মোবাইল ফোন ও দুটি টর্চলাইট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে এসআই মিজানুর রহমান বাদী হয়ে ফুলগাজী থানায় দুটি মামলা দায়ের করেন।
তথ্য ও ছবিঃ Jahirul Islam Jahangir