স্টাফ রিপোর্টার :
ফেনীতে ৯৮৩ বোতল ফেন্সিডিলসহ মোঃ তানভীর আহম্মেদ (৩১) নামে একজনকে ৮ সেপ্টেম্বর, রোববার গ্রেপ্তার করেছে র্যাব-৭ এর সদস্যরা। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য নয় লাখ ৮৩ হাজার টাকা।
ফেনীস্থ র্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো. জুনায়েদ জাহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত সীমান্তবর্তী ফেনী সদর উপজেলার ধর্মপুরের বটতলী এলাকায় অভিযান চালিয়ে ৯৮৩ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার র্যাব-৭ এর সদস্যরা। গ্রেপ্তারকৃত আসামীর নাম মোঃ তানভীর আহম্মেদ (৩১)। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জ থানার আগানগর এলাকায়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৯ লাখ ৮৩ হাজার টাকা।
তিনি জানান, প্লাস্টিকের বস্তার ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় উদ্ধার করেন র্যাব-৭ এর সদস্যরা। উদ্ধারের পর আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের পর ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।