আজ

  • মঙ্গলবার
  • ২১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফেনীর জেড ইউ মডেল হাসপাতালে ডা. কিশোর কুমারের ভুল অপারেশনে রোগীর মর্মান্তিক মৃত্যু।

আপডেট : সেপ্টেম্বর, ১০, ২০১৯, ৩:২৭ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার>>> ওমর আলম
তিনি নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, সেখানে এভাবে আর কত লোকের প্রাণহানি হয়েছে আল্লাহ মালুম!
নীচে রোগীর ভাইয়ের ফেসবুকে দেয়া স্ট্যাটাস টি পড়ুন
আর কত ভুল চিকিৎসা ! আর কত ভুল চিকিৎসা-
ভুল চিকিৎসার কারণে আর কত প্রাণ গেলে.প্রশাসনের দৃষ্টি পর্বে এই দিকে,
আমার বড় ভাই , সিরাজুল ইসলাম ওরপে হোনামিয়া -হাজি আব্দুলমান্নান এর বাড়ি মোমারিজপুর বেকেরবাজার।
গত কাল ৭ সেপ্টেম্বর বিকেল
গলায় টনসিল এর অপারেশন এর জন্য ফেনী জেড ইউ মডেল হাসপাতাল করিম টাওয়ার, এস.এস.কে রোড ফেনী, ডাক্তার কিশোর কুমার হাওলাদার এর ইনচার্জে বিকেল তিন টায় হাসপাতালে ভর্তি করানো হয়,রাত ১১ টার দিকে আমার বড় ভাইয়ের গলায় টনসিল এর অপরেশন এর জন্য, অপারেশন থিয়েটার এ নিয়ে যাওয়া হয়,তিন ঘণ্টা পরে ও যখন আমরা অপারেশন থিয়েটার থেকে কোনোখবর না পেয়ে,হাসপাতাল কাউন্টারে যোগাযোগ এর চেষ্টা করি এর কিছুক্ষণ পরে অপরেশন থিয়েটার থেকে ডাক্তার এসে বলে আপনাদের রুগির অবস্থা ভালো না.আমাদের কে বলে আপনারা আল্লাহ কে ডাকেন,তার কিছুক্ষণ পর বলে আপনারা রুগী কে অন্য কোথায় নিয়ে যান তখন আনুমানিক রাত ৩:৩০ থেকে ৪ টা আমাদের কে ছাপ সৃষ্টি করতে লাগলো আপনারা রুগী কে ICU তে নিয়া যান,আধো কি ফেনী তে ICU আছে ? ডাক্তার & হাসপাতাল মেনেজমেন্ট এর সাথে অনেক কথা কাটা কাটি এর পর,ডাক্তার কিশোর কুমার হাওলাদার চলে যান, একজন ডিউটি ডাক্তার এসে আমাকে বলে ২টা ইনজেকশন নিয়ে আসেন,আমি তারা তারি করে ইনজেকশন নিয়ে
আসি ইনজেকশন দেয়ার কিছুক্ষন পরে ডাক্তার এসে বলে আপনারদের রুগী মারা গেছে ,খবরটা যখন আমাদের এলাকার দিকে ছড়িয়ে পড়ে, দাগনভূঞা থানা মাতভূঞা ইউনিয়ন এর বর্তমান চেয়ারমেন আব্দুল আল মামুন চেয়ারম্যান মিলন চেয়ারম্যান হাসপাতালে ছুটে আসেন চেয়ারমেন & পুলিশের উপুস্থিতিতে হাসপাতাল মেনেজমেন্ট এর লোক কে অনেক কথা বার্তা অনেক চাপের পর. উনারা বললো ভুল অপারেশন হয়েছে , পরবর্তী তে আমরা আমার বড় ভাইর গলায় একটা পাইপ দেখতে পাই চেয়ারমেন মামুন চেয়ারমেন মিলন হাসপাতাল মেনেজমেন্ট কে বেশি চাপ সৃষ্টি করলো শেষ পর্যন্ত শিকার করলো যে টনসিল এর অপরেশন এর সময় ভুলক্রমে আমার ভাইয়ের শ্বাস নালী কেটে ফেলা হয়. সে জন্য উনি মারা গেছেন, এই ভুলের দায় ভর কে নিবে ???. আর কত প্রাণ গেলে ডাক্তার নামের কসাই গুলা শান্তি পাবে.প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি , শ্রদ্ধেয় এমপি মহোদয় & প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি. ফেনীতে এই ধরনের অনেক প্রাইভেট, ক্লিনিক আছে ক্লিনিক এর নিবন্দন পর্যন্ত নেই. অনেক ভুয়া ডাক্তার ও আছে. শ্রদ্ধেয় এমপি মহোদয় & প্রশাসন এই দিকে যদি একটু ভালো ভাবে নজরদারি করেন তাহলে. অনেক নিরীহ প্রানে বেচে যাবে.আমি চাই না আমার মত আর কেউ ভাই হারা না হোক..

error: Content is protected !!