
স্টাফ রিপোর্টার>>>
পরশুরামে ঘাসের বস্তা থেকে সাড়ে ৪ লাখ টাকা সহ রতন চন্দ্র সরকার (৫৫) কে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন ( বিজিবি)। আটককৃত রতন সরকার পরশুরাম পৌর এলাকার সতিস ছন্দ্র সরকারের ছেলে। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে পরশুরাম বিজিবি ক্যাম্পের হাবিলদার মো: রফিকুল ইসলামের নেতৃত্বে সকাল সাড়ে ৯ টার দিকে বিলোনিয়ার বাউর পাথর থেকে টাকা সহ রতন সরকারকে আটক করা হয়েছে।
পরশুরাম বিজিবির ক্যাম্পের হাবিলদার মো: রফিকুল ইসলাম জানান বৃহস্পতিবার সকালে ঘাসের বস্তায় করে সাড়ে ৪ লাখ টাকা সহ সীমান্তবর্তী গ্রাম বাউরপাথর থেকে তাকে আটক করা হয়েছে।