আজ

  • বুধবার
  • ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীতে জামাল ব্রেডসহ ৪ প্রতিষ্ঠানের ৭ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

আপডেট : সেপ্টেম্বর, ২৬, ২০১৯, ৯:২৮ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার>>
ফেনীতে জামাল ব্রেডসহ ৪ প্রতিষ্ঠানের ৭ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আজ র‍্যাব ও নিজাম উদ্দিন আহমেদ, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রট, র‍্যাব সদর দপ্তর, ঢাকা এর সহ ভেজাল বিরোধী অভিজান পরিচালনা করে। তাতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অপরিচ্ছন্ন পরিবেশে খারাব তৈরির জন্য নিম্নহারে জরিমানা আদায় করা হয় ।

১। নুর ফুডস্ প্রোডাক্টস এর মালিক মোঃ সাইফুল ইসলাম, তাকিয়া রোড, রামপুর থানা ও জেলা- ফেনী কে ৩ লক্ষ ৫০ হাজার টাকা

২। রিহান ফুডস্ প্রোডাক্টস এর মালিক মোঃ আলী মুর্তুজা, তাকিয়া রোড, রামপুর থানা ও জেলা- ফেনী কে ২ লক্ষ টাকা

৩। আরাম আইচ প্রোডাক্টস এর মালিক মোঃ আনোয়ার হোসেন, ভূইয়্যা বাড়ী রোড, রামপুর, থানা ও জেলা- ফেনী কে ২০ হাজার টাকা

৪। জামাল ব্রেড ইন্ডাষ্ট্রীজ এর মালিক মোঃ জামাল হোসেন, শহীদ শহীদুল্লাহ কায়সার রোড, থানা ও জেলা- ফেনী ২ লক্ষ টাকা।

error: Content is protected !!