
স্টাফ রিপোর্টার>>> আবু জামিল
ফেনী জেলার পুলিশ সুপার খোন্দকার নূরুনবী বিপিএম,পিপিএম বিশেষ দিক নির্দেশনায় শহর পুলিশ ফাঁড়ি,ফেনীর ইনচার্জ সুদ্বীপ রায়,পুলিশ পরিদর্শক এর নেতৃত্বে শহর পুলিশ ফাঁড়ির এসআই মোঃ শাহজাহান মিয়া,এএসআই মোঃ সোহল রানা ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ২ নভেম্বর ৩ ঘটিকার সময় ফেনী সদর মডেল থানাধীন পুরাতন পুলিশ কোয়াটার এলাকার টুষী নামক ভবনে অভিযান পরিচালনা করিয়া ভাড়াটিয়া,ও ট্রাংক রোডের ব্লু সুপার কাট সেলুনের মালিক মোঃ দিদার (৩২) পিতা মৃতঃ সৈয়দ আহম্মদ সাং মাথিয়ারা থানা, ফেনী সদর জেলাঃ ফেনী কে আটক করে, পূর্বক তাহার দখল হইতে ৩০০ পিস নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই সংক্রান্তে ফেনী মডেল থানায় মামলা রুজু হয়।