
সালাহউদ্দিন মজুমদার>>>
ফেনী পৌর যুবলীগের যুগ্ম-সাধারন সম্পাদক রেজাউল করিম নাদিমকে অাটক করেছে পুলিশ
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সাজেদুল ইসলাম তাকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য নাদিমকে আটক করা হয়। প্রসঙ্গত: আধিপত্য বিরোধ নিয়ে জেরে পৌর যুবলীগের সহ-সভাপতি রাকিব তাহান ও যুগ্ম সম্পাদক রেজাউল করিম নদিমের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলে আসছে।
এ নিয়ে দুটি গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে। দু’জনই শহরের রামপুর এলাকার সওদাগর বাড়ির বাসিন্দা। বুধবার সন্ধ্যায় দুটি গ্রুপ তাকিয়া রোডের নাদিয়া হোটেলে পৃথকভাবে অবস্থান নেয়। হঠাৎ রাকিব সমর্থক হিসেবে পরিচিত ১৮নং ওয়ার্ডের সাবেক সাধারন সম্পাদক ইমরান মাছুমকে মারধর করলে তারাও চড়াও হলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে রাকিবের সমর্থকরা সৈয়দ বাড়ি রোডে অবস্থানরত নাদিমের মাইক্রোবাস ভাংচুর করে। পেছন থেকে ধাওয়া করে মাছুমকে আটক করে থানায় নিয়ে যায়। মুহুর্তেই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে পৌর যুবলীগের নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বুধবার সন্ধ্যায় শহরের তাকিয়া রোডে যুবলীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। হামলা- পাল্টা হামলায় মাইক্রোবাস ভাংচুর করা হয়।