আজ

  • বৃহস্পতিবার
  • ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনী শহরে সেনাবাহিনীর মাইকিং আজ থেকে একসাথে দু’জন রাস্তায় হাঁটতে পারবে না

আপডেট : মার্চ, ২৬, ২০২০, ৩:২৩ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নানা পরামর্শ আর নির্দেশনার পরেও মানুষের মধ্যে সচেতনাতা আসেনি। বরং স্বাভাবিক সময়ের মতোই সবাই চলাচল করছেন। এমনকি, বিদেশ ফেরতরাও নিজেদের ইচ্ছামতো চলছেন।
এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ ও করোনা আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে সারাদেশে সশস্ত্র বাহিনী নামানো হয়েছে। বুধবার প্রথমদিনে ফেনী শহরে টহলে নেমে সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এতে সার্বিক নির্দেশনা দিয়ে বাস্তবায়নের ঘোষনাও দেয় তাঁরা।
নির্দেশনা অনুযায়ী একসাথে দুইজন চলাফেরা করতে পারবে না কেউ। জরুরি কাজ ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবে না, আর গেলেও তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। এর ব্যাত্যয় হলে কঠোর শাস্তির ঘোষনা দেয়া হয়।
এ প্রসঙ্গে জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

error: Content is protected !!