আজ

  • বুধবার
  • ২০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফেনীর দাগনভূঞায় করোনা উপসর্গ নিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

আপডেট : এপ্রিল, ২১, ২০২০, ৪:৫৭ অপরাহ্ণ

স্টাফরিপোর্টার>>>ওমর আলম

দাগনভুঞা জায়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামে সোমবার রাতে করোনা উপসর্গ নিয়ে জ্বর, কাশিসহ শ্বাসকষ্ট নিয়ে মসজিদের এক মুয়াজ্জানের (৬৮) মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ওই গ্রামের নিজ বাড়ির মাসজিদের মুয়াজ্জেন ছিলেন। আল হাতীম হজ্ব কাফেলার পরিচালক মাও. ইমাম উদ্দিন জানান,তার ইমামতিতে বেলা ১১টায় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযায় তার টিমের ৪ জন সহ মুয়াজ্জিনের কয়েক জন স্বজন সামাজিক দূরত্ব শেষে জানাযায় অংশ নেন। শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান জানান, মারা যাওয়া ব্যক্তির করোনা পরীক্ষার জন্য আজ মঙ্গলবার সকালে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে তার বাড়িসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। তাকে বিশেষ ব্যবস্থায় লাশ দাফন করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোবায়েত বলেন, নিহত ব্যক্তি কিছুদিন থেকে অসুস্থতায় ছিলো বলে জানা গেছে। তাই করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তা পাঠানো হয়েছে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এ।

error: Content is protected !!