আজ

  • শুক্রবার
  • ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরশুরামে ৩ হাজার দরিদ্র ও অসহায়ের মাঝে অালাউদ্দিন নাসিমের ইফতার সামগ্রী বিতরণ

আপডেট : এপ্রিল, ২২, ২০২০, ২:৪০ অপরাহ্ণ

সালাহউদ্দিন মজুমদার >>>
করোনাভাইরাস’র সৃষ্টি পরিস্থিতি এবং অসন্ন পবিত্র রমজান উপলক্ষে পরশুরাম উপজেলায় ৩ হাজার দরিদ্র অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন সরকারের সাবেক আমলা ও ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম’র পরিবার।

মঙ্গলবার সকালে উপজেলার গুথুমা চৌধুরী বাড়িতে ইফতার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।

পৌর মেয়র বলেন, চৌধুরী পরিবারের সন্তান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু ভাইয়ের সার্বিক সহযোগীতায় প্রতিবছরের ন্যায় এবারও ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।তিনি বলেন, করোনা পরিস্থিতির জন্য অনেক লোক কর্মহীন হয় পড়েছে।এমতাবস্থায় অাসন্ন রমজানে সমাজের নিম্নবিত্তদের পাশাপাশি কর্মহীন মধ্যবিত্ত শ্রেণিদের বিশেষ গুরুত্বের সহকারে নিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

সাজেল বলেন, ১ম ধাপে আমরা উপজেলার ৩০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করব।রমজানে জুড়ে এটি অব্যহত থাকবে।

পরশুরাম ছাড়াও চৌধুরী পরিবারের পক্ষ থেকে জেলার অন্যান্য উপজেলায়ও ইফতার সামগ্রী বিতরণের কথা জানান মেয়র।

এসময় জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শফিকুল হোসেন মহিম, স্থানীয় কাউন্সিলর লিটন ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক জমির উদ্দিন ভাবন উপস্থিত ছিলেন।

error: Content is protected !!