>>>>সালাহ উদ্দিন
ফেনী আল-বারাকা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় পেয়ারা বেগম নামের এক প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার দুপুরে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ হাসপাতালে এ ঘটনা ঘটে।এসময় রোগীর স্বজনরা প্রতিবাদ করলে তড়িঘড়ি করে কর্তৃপক্ষ লাশ পরিবারের নিকট হস্তান্তর করে হাসপাতাল থেকে বের করে নিয়ে যেতে বাধ্য করে।নিহত ব্যক্তি সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের বক্তার মুন্সি এলাকার বাসিন্দা।
রোগীর স্বজনরা জানান, রবিবার ভোর রাতে পেয়ারা আক্তার নামের ওই গর্ভবতী মহিলাকে সন্তান প্রসবের জন্যে ওই হাসপাতালে ভর্তি করানো হয়।পরে সকালে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়, রোগীর অবস্থা খারাপ হওয়ায় রোগীর স্বজনরা সিজারিয়ান অপারেশনের জন্য বলার পরেও ডাক্তার না থাকায় নার্স দিয়ে নরমাল ডেলিভারি করায়। এই সময় অতিরিক্ত শারীরিক চাপের ফলে রোগীর অবস্থা আশংকাজনক হয়ে উঠে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ কারণ ছাড়াই রোগীকে ঢাকা বা চট্টগ্রাম নিয়ে যাওয়ার জন্য স্বজনদের চাপ দেন। রোগীর স্বজনরা চট্টগ্রাম নেয়ার জন্য এ্যাম্বুলেন্স যোগাড় করাসহ সব প্রস্তুতি গ্রহণের আগেই রোগীর অক্সিজেন মাস্ক খুলে নিয়ে যাওয়া হয় বলে জানান তারা। এসময় তাৎক্ষণিক রোগীর অবসস্থা গুরুতর হয়ে এক পর্যায়ে সে মৃত্যুবরণ করেন। মৃত্যুর সংবাদ পেয়ে রোগীর আত্মীয় স্বজন ও সংবাদকর্মীরা হাসপাতালে আসতে শুরু করলে পুলিশ আসার পূর্বেই তড়িঘড়ি করে লাশ বের করে দেওয়া হয় বলে রোগীর স্বজনরা অভিযোগ করেন।
এব্যপারে ফেনী আল-বারাকা হাসপাতালের ব্যপস্থাপনা পরিচালক হেলালের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।