আজ

  • বৃহস্পতিবার
  • ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকায় নিহত হওয়া করোনা রোগীর এই প্রথম ফেনীর ছাগলনাইয়ায় দাপন সম্পন্ন

আপডেট : মে, ৬, ২০২০, ৯:১২ অপরাহ্ণ

সম্পাদক>>>

করোনা আক্রান্ত হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায়,বিআইডব্লিউটিএ এর (অবঃ) সাবেক পরিচালক ও বর্তমানে ঢাকা ইসলামপুরের বিশিষ্ট ব্যবসায়ী।ফেনী জেলার ছাগলনাইয়া পৌরসভাধীন ৩ নং ওয়ার্ড হিছাছরা গ্রামের,মৃতঃশেখ আহাম্মদ মজুমদারের বড় পুত্র,রফিকুল ইসলাম মজুমদার (৭৫) ৫ মে দিবাগত রাত আনুমানিক ১১ টায় ইন্তেকাল করেন।
করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারী ওই ব্যাক্তির লাশ দাপনের উদ্দেশ্যে ৬ মে বিকাল ৩ টায় এ্যাম্বুলেন্স যোগে,ঢাকা থেকে তার গ্রামের বাড়ী ফেনীর ছাগলনাইয়া পৌরসভাধীন হিছাছরা গ্রামের দানা মিয়া মজুমদার বাড়ীতে নিয়ে আসেন তার স্বজনরা।করোনায় নিহত ব্যাক্তির লাশ বহনকারী এ্যাম্বুলেন্সটিকে নিরপদ দূরত্ব বজায় রেখে ফেনী থেকে তার পারিবারিক কবরস্থান পর্যন্ত নিয়ে আসেন,ছাগলনাইয়া থানা প্রশাসন।লাশ নিয়ে আসার পূর্বে নিহতের বাড়ীর প্রাঙ্গন ও তার পারিবারিক কবরস্থানটিসহ আশপাশের ভিবিন্ন জায়গায়, ছাগলনাইয়া পৌরসভার উদ্যোগে পৌর মেয়র মোহাম্মদ মোস্তফার দিক নির্দেশনায়,জীবানু নাশক স্প্রে করান পৌরসভার স্থানীয় ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কামাল উদ্দিন খোকন পাটোয়ারী।লাশটি বাড়ীর দরজায় এসে পৌঁছানোর পর লাশটিকে এ্যাম্বুলেন্সে রেখেই,ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহেরের উপস্থিতিতে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নের্তৃত্বে পুলিশ সদস্যগণসহ লাশের স্বজনদের মধ্যে হাতে গোনা দুই একজন মিলে,খুব দ্রুত সময়ের মধ্যে জায়নাযার নামাজ শেষ করে,এ্যাম্বুলেন্স থেকে লাশটিকে নামিয়ে অল্প সময়ের মধ্যেই ওসির নের্তৃত্বে লাশের দাপন সম্পন্ন করেন, ছাগলনাইয়া থানার পুলিশ সদস্যগণ।এই লাশটি দাপনের মধ্যে দিয়েই, ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এই প্রথম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কোন ব্যাক্তির লাশ দাপন সম্পন্ন হলো।

error: Content is protected !!