আজ

  • বৃহস্পতিবার
  • ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সোনাগাজীর একজনের মৃত্যু

আপডেট : মে, ১৫, ২০২০, ১০:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার>>> মোবারক হোসেন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন সোনাগাজীর ইকবাল হোসেন বাবুল।শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।গত কিছু দিন আগে ব্রেইন টিউমারের অপারেশনের পর তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জানা গেছে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি করোনায় সংক্রমিত হয়।ঢাকা জেলার করোনা আক্রান্ত রোগীদের তালিকায় তার নাম রয়েছে।
তিনি সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের ওলামাবাজার সংলগ্ন বিমান বাহিনীর( অব:) কর্মকর্তা আব্দুর রাজ্জাক মিয়ার জেষ্ঠ পুত্র।
মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই’ কন্যা ও এক পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
এদিকে তাকে দাফনের জন্য ইসলামী আন্দোলনের সোনাগাজী শাখার ৫ সদস্যের স্বেচ্ছাসেবী মরহুমের গ্রামের বাড়িতে অবস্থান করছে বলে জানা গেছে।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানায়,বিশেষ সুরক্ষা ব্যবস্থায় গ্রামের বাড়িতে দাফন করা হবে। ইতিমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

error: Content is protected !!