
স্টাফ রিপোর্টার>>> আবু জামিল ভুঁইয়া
ফেনীতে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় কর্মহীন যুব মহিলা লীগ নেতা কর্মীদের খাদ্য সহায়তা দিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য ফরিদা আক্তার। সোমবার (১৮মে) ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টারে নিজ বাড়ির আঙ্গিনায় ফেনী জেলার শতাধিক নেতা কর্মীদের মাঝে তিনি এই খাদ্য সহায়তা প্রদান করেন। এই সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক দিল আফরোজা, ফেনী পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সালমা মজুমদারসহ প্রমুখ।
ফেনী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক দিল আফরোজা বলেন “ফরিদা আপার এই সহায়তা আজকে নতুন নয়, উনি সব সময় আমাদের খোঁজ খবর রাখেন এবং এর আগেও বিভিন্ন সময় উনি আমাদের নেতা কর্মীদের পাশে ছিলেন”।
করোনার দিনগুলোতে এভাবে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে কেন্দ্রীয় নেত্রী ফরিদা আক্তার আমাদের নিশ্চিত করেন।