
স্টাফ রিপোর্টার>>>>ওমর আলম
শহরের মাষ্টার পাড়ায় লমি হাজারী বাড়ির পারিবারিক কবর স্থানে সোমবার ২৫ মে বিকালে নিজাম উদ্দিন হাজারী এমপির মাতা দেল আফরোজ বেগম ও ভাই জসিম উদ্দিনের কবর জিয়ারত করেছে ফেনী প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় জিয়ারতে অংশ গ্রহন করেন সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান, ফেনী ইউনিভার্সিটির ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, দাগনভুইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
ফেনী প্রেসক্লাবের সভাপতি জসিম মাহমুদ,সাধারন সম্পাদক এস,এম ইউসুফ আলী, সাবেক সাধারন সম্পাদক এন এন জীবন, ক্লাবের সহ-সভাপতি শিহাব উদ্দিন লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক কাফি দিদার, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন,দপ্তর সম্পাদক আমিন আহমদ,প্রচার সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, সাহিত্য সম্পাদক সফি উল্লাহ রিপন ও মাষ্টার পাড়ার বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিগন। কবর জিয়ারত শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফেনী প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক আহছান উল্লাহ। মুনাজাতে প্রেসক্লাব নেতৃবৃন্দ সাংসদ নিজাম হাজারীর মরহুম মাতা ও ভাইয়ের জন্য দোয়া কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেন।