
নিজস্ব প্রতিনিধি :সাইফুল ইসলাম
ফেনী শহরের তাকিয়া রোড়ে অবস্থিত এস রহমান ফ্লাওয়ার মিলে ঈদের পরদিন মঙ্গলবার ২৬ মে বিকেলে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুণ লেগে প্রায় ৭০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানায়- ঘটনার দিন তাকিয়া রোড়ের এস রহমান ফ্লাওয়ার মিলে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুণ ধরে যায়। মুহুত্বে মিলটির উৎপাদন মেশিন, ইলেকট্রিক মালামাল, রক্ষিত আটা ময়দাসহ মিলের গুরুত্বপূর্ণ মালামাল পুঁড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রনে আনেন। আগুনে প্রায় ৭০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়।
এস রহমান ফ্লাওয়াস মিলের ম্যানেজার মনচুর আহম্মদ জানান- ঈদের বন্ধ থাকায় মিলটিও বন্ধ ছিলো এবং কোনো শ্রমিক ছিলো না। আগুণে মিলের মালামালসহ প্রায় একাত্তর লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
ফেনী ফায়ার সার্ভিসের স্টেশনের ষ্টেশন অফিসার রাশেদ বিন খালিদ জানায়- আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে । তবে দ্রুত ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনায়, আশপাশের দোকান রক্ষা পেয়েছে।