আজ

  • শুক্রবার
  • ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

করোনায় অগ্রনী ব্যাংক কর্মকর্তার মৃত্যু, পরশুরামে দাফন

আপডেট : জুন, ১, ২০২০, ৩:২৩ অপরাহ্ণ

অফিস ডেস্ক>>>

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অগ্রণী ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল প্রায় ৫০ বছর।
পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর ধনিকুন্ডা গ্রামের বাসিন্দা আবদুল মালেক দীর্ঘদিন অগ্রনী ব্যাংক ঢাকার তেজগাঁও ষাখায় কর্মরত ছিলেন। অসুস্থ বোধ করলে করোনা সন্দেহে নমুা পরীক্ষা করিয়েছিলেন। ফলাফল পজেটিভ আসায় ঈদের দুইদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। গতকাল রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি
আজ সকালে পরশুরাম উপজেলার ধনিকুন্ডা গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে করোনা রোগী দাফনের স্বেচ্ছাসেবক টিম।

স্বেচ্ছাসেবক টিম প্রধান ইয়াছিন শরীফ মজুমদার জানান, জানাযা-দাফনে দুই ছেলে আর স্বেচ্ছাসেবক টিম সদস্য মুহাম্মাদ আলা উদ্দিন, মনচুর আহাম্মদ, মো: জহিরুল ইসলাম হৃদয় ও নহিদ হায়দার অংশ নিয়েছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ঢাকায় পৌছে পরিবারের সদস্যরা করোনা পরীক্ষার জন্য নমুনা দেবেন বলে জানিয়েছেন।
রশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তার জানান, লাশটি করোনা রোগি হওয়ায় নিয়মমাফিক দাফন করা হয়েছে। দাফনের পরপরই ঢাকায় ফিরে যান আবদুল মালেকের দুই ছেলে।

error: Content is protected !!