
স্টাফ রিপোর্টার>>> ওমর আলম
চিথলিয়া ইউনিয়নের রাজষপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু তাহের তারু মেম্বারের দ্বিতীয় পুত্র চট্টগ্রাম সদরঘাট থানার এএসআই মর্তুজা আব্দুল কাইয়ুম সকাল সাড়ে ৯ টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে করোনায় মারা গেছেন। আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়
পুলিশের সার্বিক তত্বাবধারে মরহুমের মরদেহ রাত ৮টার দিকে চট্টগ্রাম থেকে নিজ গ্রামে নিয়ে আসেন পুলিশের সদস্যরা।
চট্রগ্রামের সিএমপির পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্প স্তবক অর্পণ করা হয় এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে এক লক্ষ টাকা ও লাশ দাফনের জন্য আরো পঁচিশ হাজার টাকা প্রদান করা মরহুমের ভাই এর নিকট।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আক্তার এর সার্বিক তত্বাবধান ও নির্দেশনা মোতাবেক সামাজিক দুরত্ব বজায় রেখে জানাজা শেষে মরদেহ দাফন করা হয়।