
অফিস ডেস্ক>>>>
ফেনী সদরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে অবস্থিত জামাল ব্রেড বেকারি কে বিস্কুটের প্যাকেটের মোড়কে পরিমাণ না থাকায় আজ দুপুরে একজন ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে আজকে শুনানি করে জামাল ব্রেড কে ৪০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন ভোক্তা অধিকার ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা।
পরে অভিযোগকারী ঢাকায় থাকায় ই-পেমেন্ট প্রক্রিয়ায় বিকাশের মাধ্যমে আরোপিত জরিমানার ২৫% হিসাবে ১০০০টাকা প্রদান করা হয়।