আজ

  • বৃহস্পতিবার
  • ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিআরটিএ’র নতুন চেয়ারম্যান নিয়োগ পেলেন ফেনীর কৃতি সন্তান নুর মোহাম্মদ

আপডেট : জুন, ২৪, ২০২০, ৯:৪৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার>>>মিশু করিম

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের “বিআরটিএ” নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব নুর মোহাম্মদ মজুমদার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিবে দায়িত্ব পালন করছিলেন।
বিআরটি’র নতুন চেয়ারম্যান পরশুরামের কৃতি সন্তান নুর মোহাম্মদ মজুমদার

এদিকে বিআরটিএর চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা কামরুল আহসান গত ২৯ মার্চ অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন। এরপর থেকে সংস্থাটির পরিচালক (প্রশাসন) মো. ইউছুব আলী মোল্লা চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য বিআরটিএ,র নতুন এই চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার এর গ্রামের বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর শালধর ।

error: Content is protected !!